Search

সোমবার, ১০ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

সোমবার, ১০ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ সোমবার, ১০ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি

সফর শেষে ‘পিএনএস সাইফ’ আগামী ১২ নভেম্বর বাংলাদেশ ত্যাগ করবে

৪ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ

নৌবাহিনীর অফিসার, নাবিক ও প্রশিক্ষণার্থীরা চট্টগ্রামের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করবেন

চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ ‘পিএনএস সাইফ’। শনিবার (৮ নভেম্বর) সকালে চট্টগ্রাম বন্দরে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ-অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার জাহাজটির কর্মকর্তা ও নাবিকদের অভ্যর্থনা জানান। এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ব্যান্ড পরিবেশন করে।

শনিবার (৮ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের প্রতিনিধি, বাংলাদেশ নৌবাহিনীর স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ বিভিন্ন পদস্থ সামরিক কর্মকর্তা। এর আগে জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’ ঐতিহ্যবাহী প্রটোকল অনুযায়ী অভ্যর্থনা জানায়।

বাংলাদেশে অবস্থানকালে জাহাজটির অধিনায়ক ও কর্মকর্তারা কমান্ডার চট্টগ্রাম নৌ-অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরের অংশ হিসেবে পাকিস্তান নৌবাহিনীর অফিসার, নাবিক ও প্রশিক্ষণার্থীরা চট্টগ্রামের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করবেন। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তারাও ‘পিএনএস সাইফ’ পরিদর্শনের সুযোগ পাবেন।

বাংলাদেশ ও পাকিস্তান নৌবাহিনীর মধ্যে সামুদ্রিক কূটনীতি ও সৌহার্দ্যপূর্ণ সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দুই দেশের মধ্যে সামরিক কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক আস্থা বৃদ্ধির ক্ষেত্রে এই সফর ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

শুভেচ্ছা সফর শেষে ‘পিএনএস সাইফ’ আগামী ১২ নভেম্বর বাংলাদেশ ত্যাগ করবে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print