
ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালানো চট্টগ্রামের সাবেক ছাত্রলীগ (বর্তমানে নিষিদ্ধ) নেতা মোস্তফা কামাল টিপুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে নগরীর আগ্রাবাদ এলাকায় টিপুর মালিকানাধীন ‘আয়ান এন্টারপ্রাইজ’ নামের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মোস্তফা কামাল টিপু নগরীর আগ্রাবাদ নাজিরপাড়া মগ পুকুর পাড় এলাকার বাসিন্দা। ছাত্রলীগের সাবেক নেতা টিপু পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। একসময় তিনি নগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী ছিলেন। পরবর্তী সময়ে তিনি বন্দর-পতেঙ্গা এলাকার আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এম এ লতিফের গ্রুপে যোগ দেন। সর্বশেষ সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচয় দিতেন।
গত বছরের ৪ আগস্ট দুপুরে নগরীর নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলি চালান টিপু।
ওসি বাবুল আজাদ বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে টিপুর প্রকাশ্যে গুলিবর্ষণের ছবি ও ভিডিও ফুটেজ আছে। ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে বেশ কিছুদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি প্রকাশ্যে আসেন এবং নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আমরা গ্রেফতার করকে সক্ষম হয়েছি।’
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মোস্তফা কামাল টিপু ডবলমুরিং মডেল থানাধীন আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার বাশার স্কয়ারের ৬ষ্ঠ তলায় অবস্থিত আয়ান এন্টারপ্রাইজ নামের তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে অবস্থান করছিল। উক্ত সংবাদের ভিত্তিতে পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার নেতৃত্বে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সালী, সহকারী পুলিশ কমিশনার (ডবলমুরিং জোন) জনাব খায়রুল বাশার, অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ বাবুল আজাদ এবং ডবলমুরিং থানার একটি চৌকস অভিযানিক দল এই সফল অভিযান পরিচালনা করেন।
তল্লাশির সময় অফিসের সিলিংয়ের উপরে কৌশলে লুকানো অবস্থায় পাওয়া যায়— ১) একটি কাঠের বাটযুক্ত দেশীয় তৈরি দো-নলা বন্দুক (দৈর্ঘ্য ১৭ ইঞ্চি) এবং তার সেক্রেটারিয়েট টেবিলের ডান পাশের ড্রয়ার ও পার্শ্ববর্তী স্থানে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায়— ২) বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের মোট ৫৬ রাউন্ড বুলেট (যার মধ্যে 32 Auto CBC, GECO 7.65 Browning, KF 9mm সহ বিভিন্ন ব্র্যান্ড অন্তর্ভুক্ত), ৩) ৪টি ১২ (বার) বোর কার্তুজ নীল, সবুজ ও চকলেট রঙের -৪) ১টি ORION WHITE FLARE লেখা সাদা রঙের রাবার কার্তুজ ৫) ২টি বড় ও ৪টি ছোট ক্লিনিং রড, ৬) ১টি HP ব্র্যান্ডের ল্যাপটপ (সিরিয়াল নং: CND4350KFD) এবং ৭) ভবনের সামনে রাস্তায় দাঁড়ানো অবস্থায় পাওয়া যায় তার ব্যবহৃত সাদা রঙের নিশান প্রাইভেটকার (রেজি নং: চট্টমেট্রো-ঘ ১১-৪৩৫২) যা অস্ত্র পরিবহনসহ অন্যান্য অপরাধমূলক কাজে ব্যবহৃত হত।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দ করে তার বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় মামলা নং–৩৭, তারিখ: ২৯/১০/২০২৫ ইং, ধারা: The Arms Act, 1878 (Section 19A) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।









