Search

সোমবার, ১৩ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ

সোমবার, ১৩ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ সোমবার, ১৩ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে রবিউস সানি ১৪৪৭ হিজরি

দেশে বিজ্ঞানভিত্তিক দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে

পরনির্ভরতা থেকে দ্রুত বের হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

জাতিকে দাসত্ব থেকে মুক্ত করতে হবে

পরনির্ভরতা থেকে যত দ্রুত সম্ভব বের হতে হবে, এর বিকল্প নেই। নতুন বাংলাদেশ মানে স্বনির্ভর বাংলাদেশ — এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৮ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে স্বল্পোন্নত দেশের (এলডিসি) গ্র্যাজুয়েশন বিষয়ক বৈঠক শেষে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা সভায় জানিয়েছেন— জাতিকে দাসত্ব থেকে মুক্ত করতে হবে, এবং দেশের অগ্রযাত্রায় তরুণদের শক্তিকে কাজে লাগাতে হবে।

প্রেস সচিব জানান, এলডিসি গ্র্যাজুয়েশন সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করেন ড. ইউনূস। চলতি মাসেই জাতিসংঘ এলডিসি গ্র্যাজুয়েশন মূল্যায়ন করবে, যার ফল জানানো হবে আগামী ১৫ জানুয়ারির মধ্যে।

তিনি আরও জানান, চালের দাম ইতোমধ্যে কমতে শুরু করেছে। প্রধান উপদেষ্টা আগামী ১২ অক্টোবর রোমে ওয়ার্ল্ড ফুডের গ্লোবাল মিটিংয়ে যোগ দেবেন, যেখানে ৯টি লিজিং কোম্পানি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে।

ব্যাংক খাত নিয়ে ড. ইউনূস বলেন, “শেখ হাসিনার আমলে ব্যাংকগুলো যেভাবে খালি করা হয়েছে, তাতে এগুলো উন্নতি করতে পারেনি।” তিনি ভিসা জটিলতা দূর করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।

এছাড়া, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়াসহ কয়েকটি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) নিয়ে আলোচনা চলছে বলে জানান প্রেস সচিব।

তিনি বলেন, “দেশে বিজ্ঞানভিত্তিক দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক বেশি বিবিএ তৈরি হচ্ছে, কিন্তু এখন দরকার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা।”

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print