Search

বুধবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

বুধবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ বুধবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

বৈঠকটি সম্পূর্ণ সৌজন্যমূলক

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাবর, আলোচনায় তারেক রহমানের নিরাপত্তা

বাবর ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত চারদলীয় জোট সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন

দীর্ঘ ২১ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। রোববার(১৪ সেপ্টেম্বর) বিকাল ৪ টা ২২ মিনিটে তিনি সচিবালয়ে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

জানা গেছে, বৈঠকটি সম্পূর্ণ সৌজন্যমূলক, তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন। সেক্ষেত্রে তার সার্বিক ও সার্বক্ষণিক নিরাপত্তার বিষয়ে আলোচনায় স্থান পাবে বলে সাবেক এই প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। এছাড়া দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অপরাধ দমন সংক্রান্ত বিষয়ে কিছু মতবিনিময় হয় বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

লুৎফুজ্জামান বাবর ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত চারদলীয় জোট সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তিনি একাধিকবার আলোচনায় আসেন- কখনও প্রশংসিত আবার কখনও সমালোচিত হন। তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসা উপলক্ষে সাংবাদিক ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ভিড় করেছেন।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা (অব) লে. জনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী,  বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী,  সিনিয়র সচিব নাসিমূল গণি এবং পুলিশের (আইজি)  বাহারুল আলম, সাবেক সিনিয়র সচিব কামরুজ্জামান এবং সাবেক এডিশনাল আইজি মাহবুবুর রহমান  অংশ নিয়েছেন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print