শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

মনোনয়নপত্র সংগ্রহ করেছিল ১৭ জন

চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচন : মনোনয়ন জমা দিলেন ৬ প্রার্থী

২৯ মার্চ মনোনয়ন যাচাই বাছাই করা হবে

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে আওয়ামী লীগের পার্থীসহ ৬ জন মনোনয়ন জমা দিয়েছেন।

সোমবার (২৭ মার্চ) আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দেন।

মনোনয়ন জমা দেওয়া ৬ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ ছাড়াও রয়েছেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন, ন্যাশনাল পিপলস পার্টির মো. কামাল পাশা, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শাহাব উদ্দিন মো. আব্দুস সামাদ, স্বতন্ত্র প্রার্থী খাদেমুল ইসলাম চৌধুরী এবং মীর মো. রমজান আলী।

মনোনয়ন ফরম জমা দিয়ে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে বের হয়ে নৌকার প্রার্থী নোমান আল মাহমুদ সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন। দল আমার ওপর যে আস্থা রেখেছে, তা আমি পালনের চেষ্টা করবো।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ইব্রাহিম হোসেন বাবুল, খোরশেদ আলম সুজন।

নির্বাচনের রিটার্নিং অফিসার মো. হাসানুজ্জামান বলেন, চট্টগ্রাম ৮ আসনের উপনির্বাচনে ১৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিল। এর মধ্যে ৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২৯ মার্চ মনোনয়ন যাচাই বাছাই করা হবে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৫ এপ্রিল। ৬ এপ্রিল প্রতীক বরাদ্দ এবং ২৭ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম-৮ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৬৫২ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৩ হাজার ৫৪৩ জন, নারী ২ লাখ ৫৪ হাজার ১০৯ জন।

গত ৬ ফেব্রুয়ারি মোসলেম উদ্দিনের আহমদের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print