শনিবার, ১২ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

শনিবার, ১২ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার, ১২ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

বাঁশখালী‌তে পাহাড় কাটায় সাবেক ইউপি সদস্যকে ২ লাখ টাকা জ‌রিমানা!

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নে পাহাড় কাটার দায়ে শের আলী নামে একজন সাবেক ইউপি সদস্যকে ২ লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন। এ সময় একটি স্ক্যাভেটর জব্দ করা হয়। শের আলী পুঁইছড়ি ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

সোমবার (৩১ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বাঁশখালী উপজেলার চাম্বল ও পুঁইছড়ি ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

এ সময় পুঁইছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাপোড়া গ্রামের ভিলেজার পাড়া এলাকায় পাহাড় কাটার সময় একটি স্ক্যাভেটর জব্দ করা হয়। পাহাড় কাটার সাথে জড়িত থাকায় ভিলেজার পাড়া এলাকার আইয়ুব আলীর ছেলে সাবেক ইউপি সদস্য শের আলীকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর আওতায় দুই লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, নাপোড়া এলাকায় অভিযান চালিয়ে একটি স্ক্যাভেটর জব্দ করা হয়েছে। মাটি কাটার সাথে সংশ্লিষ্টতা পাওয়ায় সাবেক ইউপি সদস্য শের আলীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া এ সময় পার্শ্ববর্তী ছরা হতে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print