Search

শনিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

শনিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

ভালো পণ্য উৎপাদনে ভালো মানের মানুষের বিকল্প নেই- বিশ্ব মান দিবসে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক: ভালো পণ্য উৎপাদনে ভালো মানের মানুষের বিকল্প নেই। ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে নীতি-নৈতিকতা থাকতে হবে।১৬ অক্টোবর সকালে নগরীর সার্কিট হাউজের সভা কক্ষে বিশ্ব মান দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন এ কথা বলেন। সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। বক্তব্যের একপর্যায়ে বিএসটিআই চট্টগ্রামের অসমাপ্ত ১০ তলা ভবনের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার ক্ষেত্রে সহযোগিতা করা হবে বলেও বিভাগীয় কমিশনার আশ্বাস দেন।

বিশ্ব মান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বদিউল আলম, দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মাহবুবুল আলম ও কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এস এম নাজের হোসেন। এছাড়াও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাসহ ব্যবসায়ী, শিল্প মালিক, সমাজ সেবকসহ সংশ্লিষ্টরাও উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ত্ব করেন বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের পরিচালক প্রকৌশলী মো. নুরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, পণ্যের মান প্রণয়ন বিএসটিআই’র মূল দায়িত্ব। পাশাপাশি সরকার কর্তৃক নির্ধারিত (২২৯টি পণ্য) পণ্যের মান নিয়ন্ত্রণও বিএসটিআই’র দায়িত্ব। এ পর্যন্ত প্রণীত ৪০৯৫টি মান অনুসরণ করে সংশ্লিষ্ট উদ্যোক্তা তার পণ্য উৎপাদন বা সেবা প্রদান করবেন এটাই মান সংস্থ্যা বিএসটিআই’র প্রত্যাশা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রামের সহকারী পরিচালক নাসরিন আক্তার, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন, চট্টগ্রামের প্রযুক্তি বিষয়ক সম্পাদক জয়নাল আবেদন (রানা), ক্যাব চট্টগ্রামের সাধারণ সম্পাদক ইকবাল বাহার (সাবেরী)।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print