
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের সংগঠন ইন্টার্ন চিকিৎসক পরিষদ’র (ইচিপ) নবগঠিত কমিটিতে ডা. সৌমিক বড়ুয়াকে সভাপতি এবং ডা. মুশফিকুন ইসলাম আরাফকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
১৫ই অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সদ্য পাশকৃত এমবিবিএস ডাক্তারদের একটি সভায় সর্বসম্মতিক্রমে ৫২ সদস্যবিশিষ্ট ইন্টার্ন চিকিৎসক পরিষদ (২০২২-২৩)ডা. সৌমিক – ডা. আরাফ কার্যকরী পরিষদ গঠন করা হয়। সংগঠনের বর্তমান সভাপতি ডা: কে.এম তানভীর এবং সাধারণ সম্পাদক ডা: মো: খোরশেদুল ইসলাম এই নব কমিটির অনুমোদন দেন। চমেকে ইচিপের এটি দ্বিতীয় কমিটি। নতুন কমিটি ১ ডিসেম্বর থেকে দায়িত্ব নিবে। ৩০ নভেম্বর পর্যন্ত বর্তমান কমিটি দায়িত্ব পালন করবে।’
ইন্টার্ন চিকিৎসক পরিষদ চমেকহা (২০২২-২৩) এর সভাপতি ডা. সৌমিক বড়ুয়া বলেন, “চট্টগ্রাম মেডিকেল কলেজ একটি বিভাগীয় হাসপাতাল। এ হাসপাতাল নিম্ন মধ্যবিত্ত মানুষের চিকিৎসাসেবার শেষ আশ্রয়স্থল। চমেকহা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল মহোদয়ের দিকনির্দেশনা অনুযায়ী রোগীদের সর্বোচ্চ চিকিৎসা দেয়ার পাশাপাশি ইন্টার্ন চিকিৎসকদের অধিকার আদায় ও নিরাপত্তায় সরাসরি পাশে থেকে কাজ করতে চাই।”
ইচিপের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ডা. মুশফিকুন ইসলাম আরাফ বলেন, ‘চমেক একটি বিভাগীয় হাসপাতাল, চট্টগ্রামের নিম্ন মধ্যবিত্ত রোগীদের চিকিৎসার শেষ ঠিকানা। এটিকে একটি আদর্শ স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করছেন হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ভাই। উনার এই প্রচেষ্টায় ইন্টার্ন চিকিৎসকদের কার্যকরভাবে সম্পৃক্ত করা ও ইন্টার্ন চিকিৎসকদের স্বার্থ রক্ষায় আমরা কাজ করবো।’
এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের একমাত্র সংগঠন ছিলো ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (আইডিএ)। পরে স্থানীয় দ্বন্দ্বের কারণে গত বছর থেকে ইচিপের কার্যক্রম আরম্ভ হয় চমেকে। বর্তমানে দুটি সংগঠনের কার্যক্রম চলছে।