Search

শনিবার, ৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

শনিবার, ৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার, ৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে পেয়ারুলের ঐতিহাসিক বিজয়

প্রভাতী ডেস্ক : চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম। ২ হাজার ৫৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তিনি।

সোমবার (১৭ অক্টোবর) বিকেলে ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান।

ঘোষিত ফলাফলে দেখা যায়, আনারস প্রতীকের প্রার্থী পেয়ারুল ইসলাম ২ হাজার ৫৬৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী জাতীয় স্বাধীনতা পার্টির মহাসচিব নারায়ণ রক্ষিত পেয়েছেন ১২৪ ভোট।

রিটার্নিং কর্মকর্তা হাসানুজ্জামান সংবাদ মাধ্যমকে বলেন, চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে ১৫টি কেন্দ্রে সোমবার সকাল থেকে ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২ হাজার ৭৩০ জন। এরমধ্যে ভোট দিয়েছেন ২ হাজার ৬৯৬ জন।

তিন পার্বত্য জেলা ছাড়া সোমবার দেশের ৫৭ জেলা পরিষদে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোট চলে দুপুর ২টা পর্যন্ত।

ভোলা ও ফেনী জেলার প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এ দুই জেলায় কোনো ভোট হয়নি। এছাড়া আদালতের নির্দেশে চাঁপাইনবাবগঞ্জ ও নোয়াখালী জেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে।

এবার সারাদেশে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯২ জন, মেম্বর পদে ১ হাজার ৪৮৫ জন এবং সংরক্ষিত পদে ৬০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, জেলা পরিষদ নির্বাচনে এবার ২৬ জন চেয়ারম্যান, ১৮ জন নারী সদস্য ও ৬৫ জন সাধারণ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print