Search

মঙ্গলবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

মঙ্গলবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

দূর্নীতির মামলা : হুইপ শামসুল হক এবং আরো ২ এমপিসহ ৬ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

প্রভাতী ডেস্ক : দুর্নীতি মামলায় জাতীয় সংসদের হুইপ সামসুল হক চৌধুরীসহ ৬ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। সোমবার (২১ জুন ) রাতে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়েছে।

নিষেধাজ্ঞা জারি করা অন্য পাঁচজন হলেন : সুনামগঞ্জ-১ এর এমপি মোয়াজ্জেম হক, ভোলা-৩ এর এমপি নুরুন্নবী চৈৗধুরী শাওন, গৃহয়াণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান সাজ্জাদুল ইসলাম, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল হাই ও ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের কর্মচারী আবুল কালাম আজাদ। তাঁদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ সম্প্রতি এ আদেশ দেন।

দুদকের কৌঁসুলি মাহমুদ হোসেন জাহাঙ্গীর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, হুইপ সামশুল হকসহ অন্যদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। তাই তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করে দুদক। শুনানি নিয়ে আদালত তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারির আদেশ দেন।

তিনি বলেন, হুইপ সামশুল হকসহ ছয়জনের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচারসহ নানা অভিযোগের অনুসন্ধান চলছে। এ সময়ে তাঁরা যাতে বিদেশে পালিয়ে না যেতে পারেন, সে জন্য এই আবেদন করা হয়।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print