
প্রভাতী ডেস্ক :সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলার জব্দ তালিকায় নেই করোনার টিকা সংশ্লিষ্ট আন্তর্জাতিক কোনো চুক্তির নথি। এতে রয়েছে জেনেভা মিশনের অ্যাম্বাসেডরের একটি ডিও লেটার, করোনা মোকাবেলায় ব্যবহৃত চিকিৎসা সামগ্রী ক্রয়ের ৫৬ পাতার একটি প্রস্তাব, টিকা সংগ্রহ ও বিতরণের সারাংশ, দুটি মোবাইল ফোন এবং পিআইডি কার্ড।
শাহবাগ থানায় করা মামলার জব্দ তালিকা ঘেঁটে দেখা গেছে, রোজিনার কাছ থেকে উদ্ধার আলামতগুলো জব্দ করা হয়েছে সন্ধ্যা সাড়ে সাতটায়। যদিও তাকে আটকে রাখা হয় বিকেল থেকে। এসব কাগজপত্র সরাসরি রোজিনার কাছ থেকে উদ্ধার দেখানো হয়নি জব্দ তালিকায়।
এতে বলা হয়েছে, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসার উপস্থাপনা অনুযায়ী আলামতগুলো জব্দ করেছে পুলিশ। এর আগে আলামতগুলো কাজী জেবুন্নেসা নিজে রোজিনা ইসলামকে তল্লাশি করে পেয়েছেন।
সোমবার সচিবালয়ে এক কর্মকর্তার কক্ষে পাঁচ ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ রাখার পর প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানী।