Search

শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

নগরীর প্রতিটি ওয়ার্ডে করোনা প্রতিরোধ বুথ গড়ে তোলার ঘোষণা মেয়রের

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর প্রতিটি ওয়ার্ডে করোনা প্রতিরোধে বুথ গড়ে তোলার ঘোষণা দিলেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী।

শনিবার (১৫ মে) বিকেল ৩টায় বহদ্দারহাটে তাঁর বাসভবনের সামনের সড়কে করোনা প্রতিরোধ বুথ স্থাপনকালে তিনি এ কথা বলেন।

হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক যুক্ত এই করোনা বুথ উদ্বোধনকালে তিনি বলেন, মহামারি করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ও নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের কোনো বিকল্প নেই। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১টি ওয়ার্ডের জনসাধারণকে করোনা থেকে সুরক্ষিত রাখতে আমরা ৪১টি ওয়ার্ডে এই করোনা প্রতিরোধ বুথ গড়ে তুলব।

চৌধুরী বলেন, এটিএম বুথের আদলে তৈরি এই করোনা প্রতিরোধ বুথে রয়েছে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও ব্যবহারিত পুরাতন মাস্ক ফেলে দেওয়ার একটি ডাস্টবিন। সাধারণ জনগণ যেন করোনা সুরক্ষা সামগ্রী হাতের নাগালে পায় আমরা সেই ব্যবস্থা করতে যাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর, নগর যুবলীগের সদস্য আনোয়ার হোসেন, নগর যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, মেয়রের ব্যক্তিগত সহকারী ফখরুল ইসলাম, মোর্শেদ আলম, মনি রাজ, হোসাইন আহমেদ রুবেল, কামরুল হাসান, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print