রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে পাহাড় কেটে কওমি মাদরাসা, জরিমানা ৭৮ লাখ টাকা !

বিশেষ প্রতিনিধি :চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার জালালাবাদ আরেফিন নগর এলাকায় পাহাড় কাটা এবং ছড়া ভরাটের দায়ে একটি কওমি মাদরাসাকে ৭৮ লাখ টাকা ক্ষতিপূরণের আদেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (৫ এপ্রিল) পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের এনফোর্সমেন্ট শাখার এ আদেশ সংস্থার চট্টগ্রাম মহানগর কার্যালয়ে এসে পৌঁছেছে।

প্রায় দেড় লাখ ঘনফুট পাহাড় কাটা এবং ছড়া ভরাটের দায়ে ‘জালালাবাদ তালীমূল কোরআন মাদরাসার’ পরিচালক হাফেজ মো. তৈয়বকে ১৫ এপ্রিলের মধ্যে ক্ষতিপূরণের অর্থ পরিশোধ এবং তিনমাসের মধ্যে কর্তন করা পাহাড় আগের অবস্থায় ফিরিয়ে নেয়ার আদেশ দেয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক জানান, গত বছরের আগস্ট ও সেপ্টেম্বরে তিন দফায় আরেফিন নগর এলাকা পরিদর্শন করে কওমি মাদরাসার জন্য পাহাড় কাটার প্রমাণ পায় পরিবেশ অধিদপ্তরের টিম। ওই পাহাড়ের চারটি স্থানে যথাক্রমে ৭০ হাজার ৩০০, ৯ হাজার ৬০০, ৭৫ হাজার এবং ১ হাজার ২৫০ ঘনফুট পাহাড় কেটে সমান করা হয়েছে। এছাড়া ছড়া শ্রেণির জমি ভরাটেরও প্রমাণ পায় অধিদপ্তরের তদন্ত টিম।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print