Search

মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা সফর ১৪৪৭ হিজরি

পুত্র সন্তানের বাবা হলেন সাকিব, শিশিরের উচ্ছ্বাস  

প্রভাতী ডেস্ক : দুই কন্যা সন্তানের পর ছেলে সন্তানের বাবা হয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। সেই আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাকিবপত্নী উম্মে আহমেদ শিশির। জানিয়েছেন এর চেয়ে সুখের মুহূর্ত তাদের জীবনে আর নেই।

মঙ্গলবার(১৬ই মার্চ) সকালেই সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশিরের ঘর আলো করে এসেছে ৩য় সন্তান। তৃতীয় সন্তান আসার খবর গণমাধ্যমকে নিজেই জানিয়েছেন সাকিব। নবজাতক ও স্ত্রী—দু’জনই সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন শিশির।

নিজের ফেসবুকে এক স্ট্যটাসে সাকিবপত্নী লিখেছেন— ‘দুই সুন্দর রাজকন্যার সঙ্গে হ্যান্ডসাম রাজপুত্র; এর চেয়ে ভালো জীবন আমরা কল্পনাও করতে পারি না। আমাদের জুনিয়রের জন্য ভালোবাসার শুভেচ্ছা জানানোয় আপনাদের সবাইকে ধন্যবাদ।’

১২. ১২. ২০১২ তারিখে বিয়ের পিঁড়িতে বসেন সাকিব ও শিশির।  এর ৩ বছর পর  ২০১৫ সালের নভেম্বরে তাদের ঘর আলো করে আসে প্রথম সন্তান আলাইনা। ২০২০ সালের ২৪ এপ্রিল দ্বিতীয় কন্যার বাবা হন এই তারকা অলরাউন্ডার।  তার নাম রাখা হয় ইরাম আল হাসান। এর পর ২০২১ সালের শুরুতেই তৃতীয় সন্তান আসার খবর জানান সাকিব।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print