বুধবার, ৪ঠা ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ

বুধবার, ৪ঠা ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ বুধবার, ৪ঠা ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জমাদিউস সানি ১৪৪৬ হিজরি

আজ থেকে সমুদ্রে মৎস্য আহরণ শুরু

প্রভাতী ডেস্ক: ইলিশের প্রজনন মৌসুমের কারণে দীর্ঘ ২২ দিন মাছ ধরার উপর নিষেধাজ্ঞা শেষে আজ সোমবার  থেকে শুরু হচ্ছে ইলিশসহ সকল মৎস্য শিকার। ইতোমধ্যে ভোলার প্রায় দেড় লাখ জেলে জাল ও নৌকা নিয়ে মাছ ধরতে প্রস্তুত রয়েছে। দেশের মৎস্যঘাট গুলোতে মাছ কেনার জন্য আড়ৎদাররাও প্রস্তুতি নিচ্ছে।

রবিবার ভোলার বিভিন্ন মাছ ঘাট ঘুরে দেখা যায় জেলেরা কেউ নৌকা মেরামত করছে কেউবা জাুিল ঠিক করছে। রাত ১২ বাজলেই  নদীতে মাছ শিকারে বের হবেন তারা। জেলার প্রায় সকল ঘাটের চিত্র একই।

বরিশালের নাছির মাঝি ঘাটের জেলে নুর নবী মাঝি জানান, সরকার আইন করায় আমরা ২২ দিন মাছ ধরিনি। তাই অনেক দেনা হয়েছে।এখন অভিযান শেষ তাই মাছ ধরতে যাবো।  আশা করি মাছ একটু বেশী পাবো।যে মাছ পাবো তা দিয়ে সংসার চালিয়ে দেনা পরিশোধ করতে পারবো।

ইলিশা ঘাটের জেলে মফিজল মাঝি বলেন, আমরা সরকারের আইন মেনেছি। কিন্তু সরকার আমাদের জন্য যে চাল বরাদ্ধ করেছে তা অনেক
জেলে পায়নি,কিন্তু রিক্সা চালক ও অটো চালকরাও নিয়েছে। আমাদের মধ্যে অনেক জেলেই এ চাল থেকে বঞ্চিত হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print