
প্রভাতী ডেস্ক : জাতীয়তাবাদী ছাত্রদলকে শক্তিশালী, সুসংগঠিত ও সুশৃঙ্খল করার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ও কেন্দ্রীয় ছাত্রদলের প্রত্যক্ষ তত্ত্বাবধানে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নতুন কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১১ই জুলাই) বেলা ১২ টায় নগরীর কাজীর দেউরী নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে মহানগর ছাত্রদলের সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর সঞ্চালনায় জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর, থানা ও কলেজ সমূহে পদ-পদবী প্রত্যাশীদের মাঝে ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ফজলুল হক সুমন, জসিম উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান জিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান, জমির উদ্দিন নাহিদ প্রমুখ।
উল্লেখ্য, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের কমিটি গঠনের লক্ষ্যে ইতোমধ্যে জাতীযতাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক একটি বিভাগীয় প্রতিনিধি টিম গঠন করা হয়েছে। উক্ত টিমের সদস্যরা মহানগর ছাত্রদলের বর্তমান কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে নতুন কমিটি গঠনের লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছেন। খুব দ্রুত সময়ের মধ্যে মহানগর ছাত্রদলের নতুন কমিটি গঠিত হবে বলে নেতৃবৃন্দরা আশাবাদ ব্যক্ত করেন। মহানগর থানা ও কলেজ সমূহের পদ প্রত্যাশীদের আগামী ১৩ জুলাইয়ের মধ্যে ফরম সংগ্রহ করে তা মহানগর কমিটির হাতে জমাদানের আহবান জানানো হয়েছে।