
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মাহাবুবর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (৯ই জুন) নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, কমিশনার স্যার করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তার শরীরে করোনার তেমন উপসর্গ নেই, তিনি সুস্থ আছেন।
দেশে এই প্রথম পুলিশের শীর্ষ কোনো কর্মকর্তা করোনায় আক্রান্ত হলেন। সোমবার (৮ই জুন) রাতে আসা নমুনা পরীক্ষার ফলাফলে নগর পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমানের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়। তবে তার স্ত্রীর নমুনা নেগেটিভ এসেছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার (৪ঠা জুন) থেকে তিনি জ্বরে ভুগছিলেন। সেই থেকে নিজের বাসাতেই আইসোলেশনে রয়েছেন। চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে সিএমপি কমিশনারের উল্লেখযোগ্য ভূমিকা দেশব্যাপী আলোচিত।