শুক্রবার, ৯ই মে ২০২৫ খ্রিস্টাব্দ

শুক্রবার, ৯ই মে ২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার, ৯ই মে ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জিলকদ ১৪৪৬ হিজরি

নগদ টাকা -চেক ও ফেন্সিডিলসহ চট্টগ্রাম কারাগারের জেলার আটক

নিজস্ব প্রতিবেদক : ভৈরব রেলওয়ে থানা ৪৪ লাখ ৪৩ হাজার নগদ টাকা, ১ কোটি ৩০ লাখ টাকার চেক ও ১২ বোতল ফেন্সিডিলসহ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাসকে আটক করেছে ভৈরব রেলওয়ে পুলিশ।
শুক্রবার (২৬ অক্টোবর) দুপুর ১টার দিকে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস থেকে তাকে আটক করে ভৈরব রেলওয়ে পুলিশের সদস্যরা।

জেলার সোহেল রানা বিশ্বাসকে আটকের বিষয়টি নিশ্চিত করে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, দুপুর ১টার দিকে ভৈরব স্টেশনে তল্লাশীর সময় চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস থেকে নগদ ৪৪ লাখ ৪৩ হাজার অবৈধ টাকা ও ১২ বোতল ফেনসিডিলসহ রেলওয়ে পুলিশের হাতে আটক হয়েছেন চট্টগ্রামের জেলার সোহেল রানা বিশ্বাস।এছাড়া তার কাছ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান হতে নেওয়া ১ কোটি ৩০ লাখ টাকার চেক ও তার স্ত্রীর ও শ্যালকের নামে ৩ কোটি ৮০ লাখ টাকার এফডিআর সংক্রান্ত নথি উদ্ধার করা হয়েছে।তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print