স্টাফ রিপোর্টার: এই বার শীতকাল আসতে না আসতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।কারণ পরিস্থিতি অনুযায়ী এইবার দ্বিগুন শীত অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়াবিদ মোহাম্মদ আলী জানান, ‘এবার আবহাওয়ার মতিগতি ভালো নয়। এবার আশ্বিন মাসের শেষ সপ্তাহ থেকেই উত্তরাঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কাছাকাছি আসা শুরু করেছে। ফলে শীত ও কুয়াশা পড়া শুরু হয়েছে অনেক আগে থেকেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমাগত কমার কারণে শীত অনুভবের পাশাপাশি আগাম কুয়াশা পড়াও শুরু হয়েছে।’
ইন্টারন্যাশনাল রাইস রিসোর্স ইনস্টিটিউট-ইরি বাংলাদেশের কনসালট্যান্ট ড. এমজি নিয়োগী জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে এবার আড়াই মাস আগেই শীত এসেছে উত্তরাঞ্চলে। শীতের তীব্রতা বাড়বে বহুগুণ। পরিস্থিতি ভয়াবহ রূপ নিতেও পারে।
শীতের আধিক্যতার কারণে বিভিন্ন মহামারী রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে।