নিজস্ব প্রতিবেদক: তথ্য প্রযুক্তির মামলায় আমীর খসরুর জামীন নামঞ্জুরকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত ভবনে পুলিশের উপর হামলার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনসহ ২৪জন নেতাকর্মী। ২৫ অক্টোবর সুপ্রিমকোর্টের বিচারপতি রেজাউল হক ও জাফর আহমদের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ বিএনপির ২৪ নেতা-কর্মীকে ৮সপ্তাহের জামিন দেন।
জামিন পাওয়া নেতা-কর্মীরা হলেন- মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সহ সভাপতি এমএ আজিজ, যুগ্ম সম্পাদক এসএম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দীন, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ইঞ্জিঃ বেলায়েত হোসেন, নগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, কোষাধ্যক্ষ সৈয়দ সিহাব উদ্দীন আলম, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মো. আলী মিটু, মহিলাদল নেত্রী ফাতেমা বাদশা, নগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া,কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য শেখ রাসেলসহ মোট ২৪ জন।
উক্ত মামলায় কারাগারে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম ও নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।