Search

সোমবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

সোমবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ সোমবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

চির বিদায় নিলেন চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা শেখর দস্তিদার

প্রভাতী ডেস্ক : ২৪ অক্টোবর রাত ৩টায় নগরীর বেসরকারি হাসপাতাল মেডিকেল সেন্টারে মারা যান চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ শেখর দস্তিদার।

চট্টগ্রামের বীরকন্যা প্রীতিলতার ভাতিজা ছিলেন প্রিয় অধ্যক্ষ এবং মুক্তিযোদ্ধা শেখর দস্তিদার।

কর্মজীবনে তিনি চট্টগ্রাম কলেজ ও চট্টগ্রাম চারুকলা কলেজের অধ্যক্ষ এবং রাঙামাটি সরকারি কলেজসহ বেশ কয়েকটি কলেজে বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল মেডিকেল সেন্টারে গত একমাস ধরে চিকিৎসাধীন ছিলেন । ইতিপূর্বে চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়েও নেওয়া হয়েছিল। সেখান থেকে কিছুদিন আগে দেশে ফেরেন।

সকাল ১০টায় শেখর দস্তিদারের মরদেহ কলেজে এনে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়েছে।চট্টগ্রাম কলেজ ছাড়াও হাজী মুহাম্মদ মহসিন কলেজ, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানানো হয় বলে জানান অধ্যাপক আবুল হাসান।

আজ বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দুপুরে নগরীর বলুয়ার দীঘি মহাশ্মশানে শেখর দস্তিদারের শেষকৃত্য সম্পন্ন হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print