শুক্রবার, ৯ই মে ২০২৫ খ্রিস্টাব্দ

শুক্রবার, ৯ই মে ২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার, ৯ই মে ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জিলকদ ১৪৪৬ হিজরি

তপশীল ঘোষণার আগেই সংসদ ভেঙ্গে দিন-ফখরুল

প্রভাতী ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে পরিষ্কার করে বলেছেন, তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। ইভিএম ব্যবস্থা চলবে না। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে হবে।

বুধবার সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আজ থেকে নতুন লড়াই শুরু হলো। খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। ফিরিয়ে আনতে হবে আমাদের অধিকার। গণতন্ত্রকে মুক্ত করতে হবে।

মির্জা ফখরুল আরো বলেন, সব রাজবন্দিকে মুক্ত করতে হবে।বেগম জিয়াকে ছাড়া নির্বাচন হবে দুঃস্বপ্ন। আমাদের ঐক্য জনগণের অধিকার আদায় করতে, ভোটের অধিকার ফিরিয়ে দিতে, গণতন্ত্র ফিরিয়ে দিতে, কথা বলার অধিকার আদায় করতে। আজ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, জনগণকে মুক্ত করতে হবে, কথা বলার অধিকার আদায় করতে হবে।

সিলেটের প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, সিলেটবাসী অনেক ইতিহাসের জন্ম দিয়েছেন। আজ আরেকটি ইতিহাসের জন্ম দিচ্ছেন। এই ইতিহাস হচ্ছে গণতন্ত্র মুক্তির ইতিহাস।সিলেটের মানুষ সব বাধা-বিপত্তি উপেক্ষা করে সমাবেশে ছুটে এসেছে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print