
প্রভাতী ডেস্ক : বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন। এ নিয়ে মোট মারা গেলেন ২০৬ জন। একই সময়ে ৭০৯ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৩,১৩৪।
এছাড়া দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন আরো ১৯১ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ২,১০১ জন। ৫,৯৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়।
আজ শুক্রবার(৮ই মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার জন্য আহবান জানানো হয়।
গতকাল বৃহস্পতিবার পর্যন্ত করোনাভাইরাস শনাক্তে নমুনা সংগ্রহ করা হয়েছিল ৬,৩৮২টি। এরমধ্যে নতুন শনাক্ত হয়েছিলেন ৭০৬ জন। মোট শনাক্ত হয়েছিলেন ১২,৪২৫ জন। এ ছাড়া গতকাল আরও ১৩ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ১৯৯। আর সুস্থ হয়েছেন ১৩০ জন। এনিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,৯১০ জন।
দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
 
				 
													 
											








