প্রভাতী ডেস্ক : প্রতিদিন করোনা মহামারীতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। মৃত্যুর সংখ্যা কিছুটা কমে এলেও আক্রান্তের সংখ্যা কিছুতেই কমছে না।
গত ২৪ ঘণ্টায় ৭৯০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন দেশে। যা একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এর আগে সবচেয়ে বেশি সংখ্যক শনাক্ত হয় মঙ্গলবার, ৭৮৬ জন।
বুধবার(৬ই মে) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে ২৪ ঘণ্টায় ৬,৭৭১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৬,২৪১টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হল ৯৯, ৬৪৬টি।
এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন ১১ হাজার ৭১৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরো ৩ জনের। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮৬ জনে।
সর্বশেষ মারা যাওয়া ৩ জনের মধ্যে একজন পুরুষ এবং ২ জন নারী। তাদের মধ্যে ২জনের বয়স ৬০ বছরের বেশি এবং ১ জনের ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। ২জন ঢাকার ভেতরে এবং ১জন ঢাকার বাইরে মারা গেছেন।
করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার ১জনের মৃত্যু হয়। আর শনাক্ত হয়েছে ৭৮৬ জন। গতকালকের তুলনায় করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। ২৪ ঘন্টায় শনাক্তের সংখ্যা আজকেই সর্বোচ্চ। এর আগে একদিনে সর্বোচ্চ শনাক্ত ছিল ৭৮৬।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।