Search

বুধবার, ২২শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ

বুধবার, ২২শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ বুধবার, ২২শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রবিউস সানি ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীর ইন্তেকাল !

প্রভাতী ডেস্ক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে মহিলা ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শাহেদা বেগম (৫৫) মৃত্যুবরণ করেছেন। তিনি চসিক নির্বাচনে বিএনপির ১৭, ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী ছিলেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য ও চট্টগ্রাম মহানগর মহিলাদলের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

নিহতের বিষয়টি সংবাদ মাধ্যমে নিশ্চিত করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-দফতর সম্পাদক ইদ্রিস আলী। তিনি জানান, বাকলিয়া মাজার গেইট এলাকায় দুপুর ১২টার দিকে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাদে যোহর বড়দিঘীর পাড়ে জানাজা শেষ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এই দিকে শাহেদা বেগমের মৃত্যুতে মহানগর বিএনপির পক্ষে শোক জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান। যৌথ বিবৃতিতে তাঁরা বলেন শাহেদার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। বিবৃতিতে শাহেদা বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবার, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনাও জানানো হয় ।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print