এম. জিয়াউল হক: চট্টগ্রামে আবারো পুলিশের হাতে সাংবাদিক লাঞ্চিতের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ই এপ্রিল) এবি টিভির বিশেষ প্রতিনিধি বাকি বিল্লাহ্ চৌধুরীকে চান্দগাঁও থানা পুলিশের জনৈক কনস্টেবল কর্তৃক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, বিকাল ৫.৩০টার সময় সাংবাদিক বাকি বিল্লাহ্ সংবাদ সংগ্রহ করে চান্দগাঁও থানাধীন অনলাইন এবি টিভির অস্থায়ী কার্যালয়ের সামনে মোটরসাইকেল থেকে নামার সময় নেইম প্লেট বিহীন এক পুলিশ কনস্টেবল বাইক নিয়ে এসে তাঁকে ভেতরে ঢুকতে বলে ৩/৪ টা থাপ্পড় দেয়। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও ওই কনস্টেবল তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয় এবং বেশি বাড়াবাড়ি না করতে হুমকি দিয়ে বাইকে ওঠে চলে যায়।
ঘটনার ব্যাপারে সাংবাদিক বাকি বিল্লাহ চৌধুরী বলেন, ‘প্রতিদিনের ন্যায় আজও সংবাদ সংগ্রহ শেষে এবি টিভি’র কার্যালয়ের নিচে বাইক থামিয়ে নামার সময় এক পুলিশ বাইক নিয়ে এসে বলেন, এখানে কি করছিস ? ভিতরে ঢুকে যা। এমন আচরণে আমি তাকে জবাব দিই আমি একজন সংবাদকর্মী সংবাদ সংগ্রহ করে আসছি এই বিল্ডিং এর ৪র্থ তলায় আমাদের অফিস। তখন উক্ত পুলিশ কিসের সাংবাদিক তাংবাদিক বলে অতর্কিতভাবে আমাকে ৩/৪টা থাপ্পড় মারে। আমি তার দিকে তাকাতেই আমাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয় এবং বেশি বাড়াবাড়ি করলে সমস্যা হবে বলে বাইক নিয়ে দ্রুত চলে যায়।
ঘটনার ব্যাপারে জানতে চাইলে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ বলেন, একজন সংবাদকর্মীর সাথে একজন পুলিশ সদস্য খারাপ আচরণ করার সংবাদ আমাকে মুঠোফোনে জানানো হয়েছে। তবে উক্ত পুলিশ সদস্যের নাম বলতে না পারায় কোন ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়নি। সুনির্দিষ্ট অভিযোগ করলে দোষী পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এই ঘটনার ব্যাপারে চট্টগ্রাম ক্রাইম রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও জাতীয় সাপ্তাহিক অপরাধ তালাশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম.মাইন উদ্দিন বলেন, একজন দায়িত্বশীল সংবাদকর্মীর সাথে পুলিশের এমন আচরণ কিছুতেই কাম্য নয়। দোষী পুলিশ সদস্যকে শনাক্ত করে দ্রুত শাস্তিরও দাবী জানান তিনি।
উল্লেখ্য, গত ১০ই এপ্রিল কর্মস্থলে যাওয়ার সময় কুয়াইশ কলেজের সামনে যুগান্তর চট্টগ্রাম ব্যুরোর সিনিয়র সাংবাদিক নাসির উদ্দীন রকির উপর লাঠিচার্জ করেন হাটহাজারী থানার মদুনাঘাট তদন্ত কেন্দ্রে কর্মরত কনস্টেবল জাহাঙ্গীর। অভিযোগ পাওয়ার পর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা তদন্ত করে ঘটনার সত্যতা পান এবং কনস্টেবল জাহাঙ্গীরকে প্রত্যাহার করেন।
প্রসঙ্গত, করোনা সংক্রমণ ঠেকাতে গত ২৪ মার্চ থেকে দফায় দফায় সাধারণ ছুটি সরকারি-বেসরকারি অফিস-আদালতের জন্য প্রযোজ্য হবে। স্বাস্থ্যসেবা, সংবাদপত্রসহ অন্যান্য জরুরি প্রতিষ্ঠান চলবে। এমন আদেশ জারি করে মন্ত্রী পরিষদ বিভাগ। এছাড়া পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সকল প্রজ্ঞাপনেও বলা হয়, যে ছুটি দেওয়া হয়েছে তাতে জরুরি সেবাসহ সংবাদপত্র এবং সাংবাদিক এর আওতামুক্ত থাকবে। এরপরও দায়িত্বরত সাংবাদিককে পুলিশ কর্তৃক পেটানোর ঘটনায় সাংবাদিকদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।