ফয়সাল হোসেন: করোনা পরিস্থিতিতে নিরাপদ সামাজিক দূরত্ব নিশ্চিত করতে চট্টগ্রাম নগরীর চকবাজার কাঁচাবাজারের সকল দোকান শুক্রবার(১৭ ই এপ্রিল) থেকে পার্শ্ববর্তী প্যারেড মাঠে বসবে। খোলা মাঠে বাজার স্থাপনের সিদ্ধান্ত চট্টগ্রাম নগরীতে এটিই প্রথম।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) দক্ষিণ জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডমিন) পঙ্কজ বড়ুয়া বলেন, ‘পুলিশ কমিশনার স্যারের নির্দেশনায় জনাকীর্ণ চকবাজার কাঁচাবাজার আমরা আপাতত প্যারেড মাঠে স্থানান্তর করেছি। অন্যান্য বাজারের তুলনায় এই বাজারটা বেশী সংকীর্ণ। শুক্রবার থেকে প্যারেড মাঠে বাজারের বেচাকেনা শুরু হবে।’
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় সিএমপি কমিশনার মো. মাহবুবর রহমান এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানা গেছে।
বাজার ইজারাদার মো. ইদ্রিস আলম বলেন, ‘দুই শতাধিক শাক, সবজির দোকান নিয়ে চকবাজার। সবগুলোই প্যারেড মাঠে স্থানান্তরের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। চকবাজার থানার সহযোগিতায় আমরা নির্দিষ্ট দূরত্বে দোকান স্থাপন এবং দোকানের সামনে লোকজন দাঁড়ানোর নিরাপত্তা মার্কিংও সম্পন্ন করেছি।’