
করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে অসহায়, দরিদ্র এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা মোহাম্মদ মোমিন ৷ ১২ই এপ্রিল (রবিবার) দুপুরে চান্দগাঁও আবাসিক এলাকা ও পুরাতন চান্দগাঁও থানা এলাকায় যারা মানবেতর জীবনযাপন করছেন যেমন- দিনমজুর, রিকশা চালক সহ প্রায় ৬০-৭০ জন অনাহারী মানুষের মাঝে খাবার বিতরণ করেন তিনি ৷
দেশের এই নাজুক পরিস্থিতিতে ছাত্রলীগের এভাবে ছুটে চলা সম্পর্কে জানতে চাইলে মোমিন বলেন, বাংলাদেশ ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন৷ দেশের যেকোন দূর্যোগ পরিস্থিতিতে বাংলাদেশ ছাত্রলীগ সব সময় ঝাঁপিয়ে পড়ে। তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে আমার এই ক্ষুদ্র প্রয়াস৷ দেশের এই ক্রান্তিলগ্নে সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের এই উদ্যেগ ৷ আগামীতে নিন্ম মধ্যবিত্ত ছাত্রলীগ কর্মীদের মাঝেও উপহারসামগ্রী বিতরণের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি ৷