প্রভাতী ডেস্ক: গত ২৪ ঘন্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১৮ জনের শরীরে। আক্রান্তদের ১১ জনই মিরপুরের টোলারবাগের বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
আজ রবিবার (৫ই এপ্রিল) দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় ৩৬৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে ১৮ জনের দেহে এই ভাইরাসের উপস্থিতি রয়েছে।