Search

বুধবার, ১২ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

বুধবার, ১২ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ বুধবার, ১২ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি

এ এক মগের মুল্লুক: ম্যাজিস্ট্রেট সারোয়ার

প্রভাতী ডেস্ক: রাজধানীর শ্যামবাজারের বিভিন্ন আড়তে রোববার (২২ মার্চ) সকাল থেকে টানা সাড়ে ১৩ ঘণ্টা অভিযান চালিয়েছেন র‌্যাবের

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। অভিযান শেষে তিনি রাত ১০টা ২১ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে বলেছেন, ‘অভিযানের অভিজ্ঞতায় মনে হল এ এক মগের মুল্লুক। মন চাইল আর দ্বিগুণের চেয়ে দাম বাড়িয়ে দিল।’

স্ট্যাটাসে তিনি বলেন, ‘১৯ মার্চ ২০২০ তারিখ রাত পর্যন্ত পেয়াঁজের পাইকারি বাজার ছিল ২৮ থেকে ৩৫ টাকা, পরদিন সকালে কোনো কারণ ছাড়াই সবাই মিলে দাম বাড়িয়ে করে ফেলল ৬০ থেকে ৭০ টাকা। কী বিচিত্র আমাদের কর্মকাণ্ড! আর খুচরা বাজারে হয়ে গেল প্রতি কেজি ৮০ টাকার ওপরে। এ বাড়তি মূল্যের শতকরা ২৫ ভাগও যদি কৃষক পেত তাও সান্তনা পাওয়া যেত। করোনাভাইরাসের কারণে সৃষ্ট ক্রান্তিকালেও এরা সাধারণের কথা ভাবেনি।’

স্ট্যাটাসে ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, ‘অতিরিক্ত মূল্যে পেঁয়াজ, রসুন, আদা ও আলু বিক্রয় করায় আজ রাজধানীর শ্যামবাজারে বিভিন্ন আড়তে অভিযান চালিয়ে ৪৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র‌্যাব-১০-এর সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলে সকাল ৮টা থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত।’

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print