Search

সোমবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

সোমবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ সোমবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে বিড়ালের জন্য লঙ্কাকাণ্ড !

প্রভাতী ডেস্ক: চট্টগ্রামের বহুতল ভবনে আটকে পড়া বিড়াল উদ্ধার করে মানবতার দৃষ্টান্ত দেখালো ফায়ার সার্ভিসের কর্মীরা। নগরীর আগ্রাবাদ এলাকার একটি বহুতল ভবনের জানালার কার্নিশ থেকে আটকা পড়া একটি বিড়ালকে উদ্ধার উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। রবিবার (২৬ জানুয়ারী) বিকেলে এই উদ্ধার অভিযান চলাকালে রাস্তায় রীতিমতো ভিড় জমে যায় উৎসুক দর্শকের।

স্থানীয় সূত্র জানায়, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার একটি বহুতল ভবনের ছয় তলা জানালার কার্নিশে শনিবার থেকে আটকে ছিল বিড়ালটি। ওই ভবনেরই এক ব্যক্তি বিড়ালটির চিৎকার শুনে দুর্বল কার্নিশ থেকে নানা কৌশলে বিড়ালটিকে সরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হন। এক পর্যায়ে তিনি চলে যান।পরদিন রবিবার আবারো একই জায়গা থেকে বার বার শব্দ পেয়ে লোকটি ফায়ার সার্ভিসে ফোন করে বিড়ালটিকে উদ্ধারের অনুরোধ জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। উদ্ধারকারী যন্ত্র স্নুক্যাল নিয়ে গিয়ে প্রায় একঘন্টা প্রচেষ্টার পর বিড়ালটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধার অভিযান দেখে রাস্তায় উল্লাস করতে থাকেন উৎসুক জনতা।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স আগ্রাবাদ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল কবির জানান, বহুতল ভবনের ছয়তলা উঁচু কার্নিশের সামনে স্নুক্যাল পৌঁছতেই বিড়ালটি লাফ দিয়ে খাঁচায় চলে আসে। বিড়ালের নিরাপদে নেমে আসার দৃশ্য দেখে উপস্থিত লোকজন করতালি দিতে থাকেন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print