প্রভাতী ডেস্ক: মিথিলার বিয়ের রেশ কাটতে না কাটতেই তাহসান-শাওনের বিয়ের গুজব উঠেছে। আর এমনটা যে শুধুই গুজব সেটা ৭ ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে শেয়ার করে জানিয়েছেন শাওন।
পাঠকদের জন্য শাওনের সেই স্ট্যাটাস হুবুহু তুলে ধরা হলো-
“গতকাল থেকে মনটা খুব খারাপ ছিল।
একটু আগে ইনবক্সে পাঠানো একটি ইউটিউব কন্টেন্ট এর হেডলাইন দেখে এত্ত বড় সাইজের একটা ভিমড়ি খেয়েছি যে আগামী দু’দিন কিছু না খেলেও চলবে!
ভিডিওটা দেখার ইচ্ছাও হয়নি। ভেতরে যে ফালতু কিছু থাকবে তা বুঝতে পারছি বটে। তবে দুইপাশে দু’জনের ছবি(!), মধ্যিখানে লাল হৃদপিন্ড(!!) আর পেছনে হাতের ওপরে হাত(!!!) দেখে কন্টেন্ট ক্রিয়েটরের কল্পনাশক্তির উচ্চতা দেখে একা একা হেসেই যাচ্ছি… অবশেষে!!!”