শনিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ

শনিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ শনিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি

তারেক রহমানের ৫৫তম জন্মদিন আজ

প্রভাতী ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন আজ। ১৯৬৫ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান জন্মগ্রহণ করেন। জন্মদিন উপলক্ষে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠন নানা কর্মসূচি পালন করছে। কর্মসূচির মধ্যে আছে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল।

রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে মাত্র ২২ বছর বয়সে তারেক রহমানের রাজনৈতিক জীবনের সূচনা হয়। ১৯৮৮ সালে তিনি বগুড়া জেলার গাবতলী থানা বিএনপির সদস্য হন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক রহমান তার মা খালেদা জিয়ার সহচর হিসেবে সারা দেশের নির্বাচনী প্রচারণায় অংশ নেন। ২০০১ সালের নির্বাচনেও মায়ের পাশাপাশি তারেক রহমানও দেশব্যাপী নির্বাচনী প্রচারণা চালান। মূলত এ নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণের মাধ্যমে রাজনীতির প্রথম সারিতে তারেক রহমানের সক্রিয় আগমন ঘটে।

বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ২০০২ সালে তারেক রহমানকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব দেয়া হয়। এ দায়িত্ব পেয়ে জিয়াউর রহমানের ১৯ দফার আলোকে তারেক রহমান দেশব্যাপী দলের মাঠ পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক গণসংযোগ শুরু করেন। এর মধ্য দিয়ে ধীরে ধীরে বিএনপির তরুণ নেতাকর্মীদের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হন তারেক রহমান। ২০০৯ সালের ৮ ডিসেম্বর বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে তারেক রহমান দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৬ সালের ১৯ মার্চের কাউন্সিলেও তাকে একই পদে রাখা হয়। গত ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর থেকে তারেক রহমানের নেতৃত্বে চলছে বিএনপি। দলের গঠনতন্ত্র অনুযায়ী তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

১/১১ এর সরকারের সময় ২০০৭ সালের ৭ মার্চ প্রথম বারের মতো কারাগারে যান তারেক রহমান। ওয়ান-ইলেভেনের সেই সেনা নিয়ন্ত্রিত সরকার তাকে গ্রেফতারের পর নির্মম নির্যাতন করে বলে অভিযোগ রয়েছে। ২০০৮ সালে তিনি জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান। সেই থেকে স্বপরিবারে তিনি সেখানেই বাস করছেন। তার সাথে আছেন সহধর্মিণী ডা: জোবায়দা রহমান ঝুনু, একমাত্র কন্যা জাইমা রহমান।

জন্মদিন উপলক্ষে ঢাকাসহ সারা দেশের জেলা, মহানগর থানা ও উপজেলা পর্যায়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো আলোচনা সভা, দোয়া মাহফিলসহ ও অন্যান্য কর্মসূচি গ্রহণ করছে। আজ সারা দেশে দলীয় কার্যালয়গুলোয় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ঢাকায় কেন্দ্রীয়ভাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে আগামীকাল ২১ নভেম্বর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে।

জন্মদিন উপলক্ষে এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ সরকারের নির্যাতন, নিপীড়ন দুঃশাসনে দেশ আজ ধ্বংসের সর্বশেষ প্রান্তে উপনীত হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা আজ হুমকির মুখে। বহুদলীয় গণতন্ত্রের শেষ চিহ্নটুকু মুছে ফেলে আবারো একদলীয় শাসনের নিষ্পেষণে গোটা জাতিকে বন্দী করা হয়েছে। এই দুঃসময়ে তারেক রহমানের নিঃশঙ্ক মনোবল ও দৃঢ় নেতৃত্ব দুঃশাসনের বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তিকে উজ্জীবিত করছে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print