শনিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ

শনিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ শনিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি

বোয়ালখালীতে হিন্দু মেয়ের সাথে পালিয়ে বিয়ে, ছেলেকে না পেয়ে বাবা-ভাইকে নির্যাতন!

এম. জিয়াউল হক : চট্টগ্রামের বোয়ালখালীতে মুসলিম ছেলে পালিয়ে বিয়ে করলো হিন্দু মেয়েকে। এই অপরাধে ছেলেকে না পেয়ে ছেলের বৃদ্ধ পিতা ও ভাইকে ধরে নিয়ে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে নগরীর ডবলমুরিং থানা পুলিশের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরা এলাকার বাদশা ডাক্তারের বাড়ির আবদুল শুক্কুরের ছেলে শাহাদাত হোসেনের (২৮) সাথে একই এলাকার স্বপন মহাজনের মেয়ে মেঘলা মহাজনের (২২) প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে তারা পালিয়ে গিয়ে বিয়ে করে। মেঘলা ইসলাম ধর্ম গ্রহণ করে নাম পাল্টে সুনেহেরা ইসলাম (মেঘলা) নাম ধারণ করে। গত ১৩ নভেম্বর কোর্টে হাজির হয়ে প্রেমিক শাহাদাত হোসেনের সাথে বিয়ে সম্পন্ন করে।

শুক্রবার (১৫ নভেম্বর) শেষ রাতের দিকে পুলিশ শাহাদাৎ হোসেনের বোয়ালখালীর গ্রামের বাড়ি থেকে তার অসুস্থ বাবা আবদুর শুক্কুর ও ছোট ভাই জয়নাল আবেদীন জামালকে তুলে নিয়ে যায়। পরদিন শাহাদাতের পরিবার বোয়ালখালী থানায় গিয়ে খোঁজ নিয়ে জানতে পারে, বোয়ালখালী পুলিশ এ ব্যাপারে কিছুই জানে না। অনেক খোঁজাখুজির পর জানা যায়, মেঘলার নিকটাত্মীয় এক পুলিশ কর্মকর্তার প্রভাবে নগরীর ডবলমুরিং থানা পুলিশ বোয়ালখালী থানাকে না জানিয়েই তাদের নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করে। ফলে আবদুর শুক্কুর খুবই অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ পরিবারের। এ ঘটনায় হতবাক এলাকাবাসীর মন্তব্য- পুলিশতো আর প্রেম বোঝে না।

এ বিষয়ে জানতে চাইলে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ পিপিএম বলেন, কারা তাদের তুলে নিয়ে গেছে বা কি জন্য নিয়ে গেছে- সেসব কিছুই আমরা জানি না।

তবে ডবলমুরিং থানার ওসি স্বদীপ কুমার দাশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বোয়ালখালী থেকে দু’জনকে আটক করা হয়েছে, স্বপন মহাজনের দায়ের করা অপহরণ মামলায় তাদেরকে আটক করে কোর্টে হস্তান্তর করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print