প্রভাতী ডেস্ক: ঘূর্ণিঝড় ‘বুলবুল’র কারণে আগামী ১১ নভেম্বরের (সোমবার) জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা ও স্থগিত করা হয়েছে।
শনিবার (০৯ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালেয়র জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। মন্ত্রণালয় জানায়, ১১ নভেম্বরের জেএসসি পরীক্ষা ১৩ নভেম্বর এবং জেডিসি পরীক্ষা ১৬ নভেম্বর একই সময়ে অনুষ্ঠিত হবে।
এর আগে শনিবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়। পরে এ দিনের জেএসসি’র পরীক্ষা ১২ নভেম্বর ও জেডিসি’র পরীক্ষা ১৪ নভেম্বর নেওয়ার সিদ্ধান্ত হয়।
সূচি অনুযায়ী, ২রা নভেম্বর থেকে জেএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিল ১১ নভেম্বর। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে এখন পর্যন্ত দু’দিনের পরীক্ষা স্থগিত করতে হয়েছে।