রবিবার, ১৬ই মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ১৬ই মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ১৬ই মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রমজান ১৪৪৬ হিজরি

বুলবুলের কারণে ১১ নভেম্বরের জেএসসি এবং জেডিসি পরীক্ষা স্থগিত

প্রভাতী ডেস্ক: ঘূর্ণিঝড় ‘বুলবুল’র কারণে আগামী ১১ নভেম্বরের (সোমবার) জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা ও স্থগিত করা হয়েছে।

শনিবার (০৯ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালেয়র জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। মন্ত্রণালয় জানায়, ১১ নভেম্বরের জেএসসি পরীক্ষা ১৩ নভেম্বর এবং জেডিসি পরীক্ষা ১৬ নভেম্বর একই সময়ে অনুষ্ঠিত হবে।

এর আগে শনিবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়। পরে এ দিনের  জেএসসি’র পরীক্ষা ১২ নভেম্বর ও জেডিসি’র পরীক্ষা ১৪ নভেম্বর নেওয়ার সিদ্ধান্ত হয়।

সূচি অনুযায়ী, ২রা নভেম্বর থেকে জেএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিল ১১ নভেম্বর। কিন্তু ঘূর্ণিঝড়ের  কারণে এখন পর্যন্ত দু’দিনের  পরীক্ষা স্থগিত করতে হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print