
নিজস্ব প্রতিবেদক: নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে চট্টগ্রামে ছাত্রশিবিরের ৩ নেতাসহ ১৯ জনকে আটক করেছে বাকলিয়া থানা পুলিশ। আটককৃতদের মধ্যে রয়েছে হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখা শিবিরের সেক্রেটারি মেজবাহ উদ্দিন হাবিব, দারুল উলুম মাদ্রাসার সেক্রেটারি রাকিবুল হাসান ও দেওয়ান বাজার ওয়ার্ড শিবিরের সভাপতি আশরাফুল আলম।
আজ মঙ্গলবার (২২ অক্টোবর) বাকলিয়া থানার শান্তিনগর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন
বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন । তিনি জানান, ভোলায় সংঘর্ষে হতাহতের ঘটনা নিয়ে সোমবার রাত থেকে শিবিরকর্মীরা বাকলিয়া এলাকায় নাশকতা ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পরিকল্পনা করেছিল বলে আমাদের কাছে তথ্য ছিল। অভিযানে গেলে শান্তিনগরের জিএস নামে একটি ভবনের নিচে জড়ো হওয়া লোকজন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ২২ জনকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই করে ১৯ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, বেশকিছু লাঠিসোটা ও চারটি হাত বোমা উদ্ধার করা হয়।