প্রভাতী ডেস্ক : দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনিকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মহিলা দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে মনিকে বহিষ্কার করা হয়েছে। এখন থেকে চট্টগ্রাম নগর মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ফাতেমা বাদশা ভারপ্রাপ্ত সভাপতি হিসেব দায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গত, শুক্রবার (৪ অক্টোবর) আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভানেত্রী ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম মনি বলেন, নাছির ভাই(আ.জ.ম নাছির উদ্দিন) নমিনেশন না পেলে আমি আগামীতে নির্বাচন করবো না। নাছির ভাই ছাড়া অন্য কোন মেয়রের অধীনে কাউন্সিলর হওয়ার ইচ্ছে নাই। মনি ঐ অনুষ্ঠানে বলেন, আমি তিনটা মেয়র পেয়েছি। মহিউদ্দীন চৌধুরী, মনজুর আলম এবং আ.জ.ম নাছির। আমার দৃষ্টিতে ‘শ্রেষ্ঠ মেয়র আ.জ.ম নাছির উদ্দীন’।