বুধবার, ১৬ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

বুধবার, ১৬ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ বুধবার, ১৬ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

ব্যারিস্টার সুমনের মামলা প্রত্যাহারের দাবিতে ঢাবি ছাত্রদের মানববন্ধন

প্রভাতী ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এবং বর্তমানের আলোচিত ব্যক্তিত্ব ব্যারিস্টার সায়েদুল হক সুমনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার চেয়ে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন।

এ সময় শিক্ষার্থীরা ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানায়।

বক্তারা বলে, ব্যারিস্টার সুমন একজন জনপ্রিয় ব্যক্তি। তার বিরুদ্ধে মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

এর আগে হিন্দু ধর্মাবলম্বীদের কটূক্তির অভিযোগে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। সোমবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে বিচারক আস-শামস জগলুল হোসেনের আদালতে মামলাটি করা হয়।

রাজধানীর ভাসানটেকের গৌতম কুমার এডবর নামে এক ব্যক্তি মামলাটি করেন। তাকে আইনগত সহায়তা করেছেন অ্যাডভোকেট সুমন কুমার রায়। তার সঙ্গে ছিলেন আইনজীবী সঞ্চয় কুমার দে দুর্জয়।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print