নিজস্ব প্রতিবেদক: ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর চকবাজার, বহদ্দারহাট, চাক্তাই-খাতুনগঞ্জ, বক্সীরবিট, ওয়াসা, অক্সিজেন, মুরাদপুর, ষোলশহর, হালিশহরসহ নগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।পাশাপাশি ফ্লাইওভারগুলোতে জমে আছে বৃষ্টির পানি। জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়তে হচ্ছে নগরবাসীকে।
এই জলাবদ্ধতার জন্য বরাবরই নগরীর নালা-নর্দমা, খাল নিয়মিত পরিষ্কার ও খাল দখলকে দায়ী করলেন নগরবাসী।
সকাল থেকে বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অতিরিক্ত ভাড়া গুনে গন্তব্যে যেতে হচ্ছে জনসাধারণকে । পানিতে সিএনজিসহ বিভিন্ন যানবাহন নষ্ট হয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে চালকদেরও।
চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ প্রদীপ কান্তি নাথ জানান, সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রামে ৭৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ৩নং সতর্কতা সংকেত রয়েছে। এছাড়া ভারী বর্ষণে চট্টগ্রাম অঞ্চলের পাহাড়ে ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে, পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত লোকজনকে সরে যেতে বলেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এছাড়াও নগরীতে ৮টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা।