নিজস্ব প্রতিবেদক: চর্বি জাতীয় পদার্থ জমা হতে হতে রক্তনালীর মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হওয়ার পথ সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ হলেই সেটি ব্লক। এতে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ে। আর হৃদযন্ত্রের এই রোগে বাংলাদেশে মৃত্যুর সংখ্যাও দিন দিন বাড়ছে।
তবে এই রোগ নির্ণয়ে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতাল সর্বাধুনিক সিটি স্ক্যান মেশিনটি পাওয়া যাবে। শুধুমাত্র একটি ইনজেকশন পুশ করে রোগীকে সিটি স্ক্যান মেশিনে প্রতিস্থাপন করানো পর স্ক্রিনে ভেসে আসবে বিস্তারিত তথ্য। তাতে সময় লাগবে মাত্র ৩ থেকে ১০ সেকেন্ড। তাছাড়া বর্তমানে হার্টের ব্লক নির্ণয়ে ‘এনজিওগ্রাম’ নামে জনপ্রিয় যে পরীক্ষাটি রয়েছে তার চেয়ে এই সিটি স্ক্যান পরীক্ষায় খরচও অনেকে কম।
বর্তমানে হাসপাতালগুলো এনজিওগ্রামে ১৫ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত ফি নেয়। সেই সঙ্গে রয়েছে আরও নানা পরীক্ষা-নিরীক্ষার ঝামেলা। রোগীকে এক বা দু’দিন হাসপাতালেও থাকতে হয়। জার্মানির সিমেন্স কোম্পানীর ১২৮ ডুয়েল সোর্সের প্রায় ১৪কোটি টাকার এই সিটি স্ক্যান মেশিনটিতে সেই সব ঝক্কি-ঝামেলা নাই। পরীক্ষায় ফি লাগবে মাত্র ৬ হাজার টাকা।
চট্টগ্রামের সদ্য উদ্বোধন হওয়া ইম্পেরিয়াল হাসপাতাল সংযোজন করেছে রোগ নির্ণয়ের অভাবনীয় এই প্রযুক্তি। এটা সাধারণ কোনো ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টারের সিটি স্ক্যান মেশিনের মতো নয়। দেশের আর কোনো হাসপাতালে এই মেশিন নেই।
ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী প্রসাদ শেঠী শনিবার (১৫ জুন) হাসপাতালটির উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে ইমপেরিয়াল হাসপাতালের এই সিটি স্ক্যান মেশিনটির উপকারিতা তুলে ধরেন।