মীর মাহফুজ আনাম: ওমান প্রবাসী সাংবাদিক বাবার কাছে মায়ের সাথে বেড়াতে এসে ফটিকছড়ির শিশুর দেয়াল(স্লেপ) চাপায় মর্মান্তিক মৃত্যু হয়েছে। রাজধানী মাস্কাট’র আল খয়ের নামক স্থানে রোববার স্থানীয় সময় সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম আল জোবায়েদ(৯)। সে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভাধীন ইমাম নগর গ্রামের আলীম উদ্দিন শাহ বাড়ির ওমান প্রবাসী জসিমের একমাত্র সন্তান। জসিম মাই টিভির ওমান প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।
জসিম বলেন,’তার পুত্রকে পাশের বাসার এক ছেলে ধাক্কা দেওয়ায় স্লেপের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। ‘
জানা যায়, নিহত জোবায়েদ গত রমজানে মায়ের সাথে বাবার কাছে বেড়াতে গিয়েছিল। সে ইমাম নগর রহমানিয়া মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্র। মর্মান্তিক এই ঘটনায় ওমানস্থ বাংলাদেশী কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মা পাগল প্রায়।