প্রভাতী ডেস্ক: ১৪ই জুন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে একটি অনলাইন নিউজ পোর্টালের এক সাংবাদিক প্রধানমন্ত্রীকে লিখিত প্রশ্ন করলে প্রধানমন্ত্রী জানতে চান, এই নিউজ পোর্টাল নিবন্ধিত কি-না। এসময় তিনি বলেন, রেজিস্ট্রেশন ছাড়া অনলাইন পত্রিকা চলতে পারে না। যত্রতত্র গজিয়ে উঠছে। রেজিষ্ট্রেশন বিহীন অনলাইন পত্রিকাগুলো খুব ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এগুলো রেজিস্ট্রেশন করতে হবে। আগে রেজিস্ট্রেশন করেন, পরে প্রশ্নের উত্তর দেবো।