২৩মে রোজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু পরিষদ নতুন ব্রীজ শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা বাকলিয়া স্টেডিয়াম সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোর্শেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি এরশাদুর রহমান চৌধুরী। অনুষ্ঠান উদ্বোধন করেন বাকলিয়া থানার অফিসার ইনচার্জ নেজাম উদ্দিন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু তনয়া, দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনটি বিষয়ে যথা -মাদক, জঙ্গিবাদ এবং দারিদ্র্যতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। অন্যান্য সকল যুদ্ধের মত এই যুদ্ধেও তিনি জয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। যেখানে মাদক সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাহলে দেশ মাদকমুক্ত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ চৌধুরী বাহাদুর, পতেঙ্গা থানা যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর চৌধুরী এবং চট্টগ্রাম ক্ষুদ্র শুটকি উৎপাদন ও বিপণন সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবদুল শুক্কুর।
প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম ক্ষুদ্র শুটকি উৎপাদন ও বিপণন সমবায় সমিতির সভাপতি এম.আজগর হোসেন। বিশেষ বক্তা ছিলেন,৩৫নং বক্সীরহাট ওয়ার্ড যুবলীগ নেতা মো: ইদ্রিছ।
প্রধান বক্তা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল আধুনিক বাংলাদেশ গড়া। এই বাংলাদেশের জন্য তিনি জীবনের অর্ধেক সময় জেলে কাটিয়েছেন, ত্যাগ করেছেন জীবনের ভোগ বিলাসীতা । সেই মহান নেতাকে স্বপরিবারে হত্যা করা হলো। এখন তাঁর স্বপ্নকে বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার অবদানে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিচক্ষণ নেতৃত্বে দেশ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। দেশদ্রোহীরা আর কখনো যেন কোন ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। দেশের সবাইকে হাতে হাত রেখে একসাথে কাজ করতে হবে।-বিজ্ঞপ্তি