মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ

মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই শাবান ১৪৪৬ হিজরি

ছেলের প্রতি একজন আদর্শ বাবার উপদেশ

বাবার দেওয়া উপদেশ ছেলের জীবন চলার প্রদীপ। ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার কিছু উপদেশ তুলে ধরা হলো।

১) কখনও কাওকে ছোট করে দেখবা না, নইলে তুমি ছোট হয়ে যাবে।।

২) জুতো সেলাই করলে পা বাড়িয়ে দিয়ো না, বরং জুতোটা নিজে একবার মুছে দিয়ো।। জুতো কিনতে গেলে নিজেই ট্রাইল দিয়ো।

৩) কাজের লোককে কখনো কামলা, বুয়া বলে ডেকো না।। মনে রেখো তারাও কারো না কারো ভাই-বোন, মা-বাবা। তাদের ভাই/আপা বলে ডেকো।

৪) পড়া-শুনা করে জীবনে উন্নতি করো। কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে উঠার চেষ্টা করো না।

৫) কাওকে সাহায্য করে পিছনে ফিরে চেয়ো না, সে লজ্জা পেতে পারে।।

৬) সবসময় দেয়ার চেষ্টা করবা। মনে রাখবা প্রদান কারির হাত সর্বদা উপরেই থাকে।

৭) এমন কিছু করোনা যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল উঠে।

৮) ছেলে হয়ে জন্মাইছো, দায়িত্ব এড়িয়ে যেয়ো না।

৯) তোমার কি আছে তোমার গায়ে লিখা নেই, কিন্তু তোমার ব্যাবহারে আছে।

১০) কখনো মাকে শুনে বউকে এবং বউকে শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাড় করিও না।কাউকে ফেলতে পারবে না।।

১১) যখন রাস্তায় হাটবে দেখে হাটবে, কেউ পড়ে গেলো কি না।।

১২) কারো বাসায় নিমন্ত্রন খেতে গেলেও বাসায় এক মুঠো ভাত খেয়ে যাবে।। যাতে কারো বাড়ির ভাতের অপেক্ষায় না থাকতে হয়।

১৩) কারো বাসার খাবার নিয়ে সমালোচনা করবে না,কেউ খাবার অস্বাদ করার চেষ্টা করেনা।

১৪) বড়দের মাঝে তোমার চেয়ারটা বরাদ্দ নেই, আছে ছোটদের মাঝে।

১৫) বড় হবার জন্য নয়, মানুষ হবার চেষ্টা করবা। তবেই বড় হবা।

১৬) শ্বশুড় কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিয়ো যাতে তার মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা থাকে।

১৭) বাইক কখনো জোরে চালিও না, তাতে তোমার কলিজার কাপুনি না বাড়লেও রাস্তার পাশে থাকা মানুষটার কাপুনি বেড়ে যেতে পারে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print