ক্রীড়া ডেস্ক: ১৯৭৫ সালে প্রথম বিশ্বকাপের আয়োজক ছিল ইংল্যান্ড। কিন্তু বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের যাত্রা শুরু বিশ্বকাপের সপ্তম আসরে ১৯৯৯ সালে ইংল্যান্ড বিশ্বকাপে।
১৯৭২ সালে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যাত্রা শুরু। পরবর্তী সময়ে এই নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৯৯৭ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ষষ্ঠ আইসিসি ট্রফির ফাইনালে কেনিয়াকে দুই উইকেটে হারিয়ে নতুন ইতিহাসের জন্ম দেয় বাংলাদেশ।
আইসিসির পূর্ব ঘোষণা অনুসারে সপ্তম বিশ্বকাপ আসরে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশের অভিষেক ম্যাচে নিউজিল্যান্ড ছিল বিপক্ষে (১৭ মে ১৯৯৯, চেমসফোর্ড)। তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ২২ রানে হারিয়ে প্রথম জয় লাভ করে। ওই আসরেই শক্তিশালী প্রতিপক্ষ পাকিস্তানকে ৬২ রানের বড় ব্যবধানে হারিয়ে আইসিসির কাছে পূর্ণ সদস্যপদ লাভ করে বাংলাদেশ।