সানজিয়া শাবনাম: আজ হাজির হলাম পাখি সম্পর্কে আরো কিছু পরামর্শ নিয়ে ২য় পর্বে।নতুন টিপসগুলো:
★খাচা পরিস্কার করুন সবসময়।
★প্রতিদিন গোসলের পানি দিবেন ১০-১২টার মধ্যে।
★পাখির খাবার পাত্রগুলো পরিস্কার করতে পাখির জন্য তৈরি জীবাণুনাশক ব্যবহার করুন।
★পাখিকে মাসে একবার মাল্টিভিটামিন দিন।
★মাল্টিভিটামিন দেওয়ার পর দিন রাইস স্যালাইন দিন।
★শীতে পান করার জন্য পাখিকে কুসুম গরম পানি সরবরাহ করুন।
★খাঁচায় সবসময় ক্যালসিয়াম রাখুন।
★প্রতিদিন সজনি পাতা দেওয়ার চেষ্টা করুন।
★সপ্তাহে ২-৩দিন এগ ফুড দিন।
★সপ্তাহে ১দিন চিড়া ও ডিমের কুসুম মিশিয়ে খেতে দিন।
★পাখি ডিম দেওয়ার পর থেকে প্রতিদিন সফট ফুড দিন, বাচ্চা খেতে শিখা পর্যন্ত।
★সফট ফুড হিসেবে ভেজা টোস্ট বিস্কিট, ভিজা পাউরুটি,চিড়া-কুসুম,ভাত দিন। প্রতিদিন একি সফট ফুড না দেওয়া ভালো।
★গরমে লেবুর রস দিয়ে পানি দেওয়া যাবে।
★মাসে ২-৩দিন লিকুইড ক্যালসিয়াম দিন পানির সাথে মিশিয়ে।
★বিভিন্ন রোগ ও তার প্রতিকার জেনে রাখুন। সম্ভব না হলে ডাক্তারের নাম্বার ও ঠিকানা সংরক্ষণে রাখুন।
★পাখিকে ভুলেও কখনো টমেটো ও আপেলের বিচি দেওয়া যাবে না।
★ক্যালসিয়াম হিসেবে ক্যাটেল ফিসবোন ব্যবহার করুন। তার সাথে ক্যালসিয়াম ও টনিক ব্লক খাচায় রাখুন সব সময়।
★পাখি ব্যাথ্যা পেলে প্রাথমিক চিকিৎসা হিসেবে হলুদ গুড়ো বা মধু লাগিয়ে দিন।
★গরমে সবজির সাথে পুদিনা পাতা অবশ্যই দিবেন।
★জীবাণুমুক্ত রাখতে প্রতিদিন নিম সিদ্ধ পানি পাখির ঘরে স্প্রে করুন।
★পাখিকে সপ্তাহে একবার নিম সিদ্ধ পানি খেতে ও গোসল করতে দিন।
★নতুন পাখি কিনার সাথে সাথে পুরাতন পাখির সাথে রাখবেন না।
★নতুন পাখি একসপ্তাহ পর ও অসুস্থ পাখি সুস্থ হওয়া পর্যন্ত আলাদা রাখুন।
★সবশেষে পাখি বাজার থেকে না কিনে অভিজ্ঞ পাখাল থেকে কিনুন তাহলে সঠিক তথ্য ও উপদেশ দুইটি ফ্রি পাবেন। অসময়ে পাশেও পাবেন তাদের।
ভালো থাকুক সবার পাখি সবসময়।আরো নতুন টিপস পেতে পেজে লাইক দিয়ে সাথে থাকুন।