বুধবার, ১৬ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ

বুধবার, ১৬ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ বুধবার, ১৬ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৬ হিজরি

না ফেরার দেশে সৈয়দ আশরাফ, মরদেহ দেশে আনা হবে শনিবার

প্রভাতী ডেস্ক: না ফেরার দেশে চলে গেলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। ২০১৭ সালের ২৪ অক্টোবর স্ত্রী মারা যাওয়ার পর থেকে সৈয়দ আশরাফ প্রায়ই অসুস্থ থাকতেন। তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন।

বর্ষীয়ান রাজনীতিক ও সংসদ সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ শনিবার বাংলাদেশে আনা হবে বলে জানিয়েছেন তার একান্ত সচিব এ কে এম সাজ্জাদ হোসেন শাহীন।

শাহীন জানান, আগামী শনিবার (৫ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ দেশে আনা হবে।

উল্লেখ্য, অসুস্থতার কারণে গত বছরের ১৮ সেপ্টেম্বর সংসদ থেকে ছুটি নেন সৈয়দ আশরাফুল ইসলাম। এ অবস্থাতেই একাদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনে নৌকা প্রতীকে জয়ী হন সৈয়দ আশরাফ। একাদশ জাতীয় সংসদের নব নির্বাচিত এমপিদের মধ্যে ২৮৯ জন শপথ নিয়েছেন বৃহস্পতিবার। অসুস্থতার কারণে সৈয়দ আশরাফুল ইসলাম ঐ দিন শপথ নিতে পারেননি। সুস্থ হয়ে দেশে ফেরার পর তার শপথ নেওয়ার কথা ছিল।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print