প্রভাতী ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন নির্বাচন করবেন না। তিনি নির্বাচন না করার কথা আগে থেকে বললেও মনোনয়নপত্র জমা না দেওয়ায় এবার সেই কথা সত্য হলো।
তার দল গণফোরাম বলছে, ড. কামাল হোসেন যে নির্বাচন করবেন না, সেটি আগেও অনেকবার তিনি বলেছেন। বয়স ও শারীরিক অবস্থার কারণেই মুলত, তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন না বলে জানান দলটির নেতারা।
ড. কামালের নির্বাচন না করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে দলটির সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু বলেন, ‘কিছু পাওয়ার জন্য তিনি (ড. কামাল) রাজনীতি করেন না। নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়ে সেটিই প্রমান করলেন তিনি। কামাল হোসেন ক্ষমতায় যাওয়ার জন্য নয়, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতেই জাতীয় ঐক্য গড়েছেন।’
এর আগে দুপুরে ঢাকা ৬ আসনে মনোনয়নপত্র জমা দিতে এসে গণফোরামের নির্বাহী সভাপতি ও ঐক্যফ্রন্টের নেতা সুব্রত চৌধুরী জানান ড. কামাল হোসেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন না।
তিনি বলেন, ‘উনি আমাদের নেতা। বয়স ও শারীরিক অবস্থার কারণে নির্বাচন করবেন না। এটা আগেই বলেছেন। তবে উনি আমাদের নেতৃত্বে থাকবেন।’
নির্বাচনের পরিবেশ নিয়ে নিজেদের অসন্তোষের কথা জানিয়ে সুব্রত বলেন, ‘ইসির আচরণে মনে হচ্ছে তারা প্রশ্নবিদ্ধ নির্বাচন করতে যাচ্ছে। তারা ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচনের মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছিল। আমরা ঐক্যফ্রন্ট গঠনের মাধ্যমে নির্বাচনী জোয়ার তৈরি করেছি।’
এদিকে জাতীয় ঐক্যফ্রন্টের দলগুলো নিজেদের মতো করে প্রার্থীদের মনোনয়ন দিয়ে রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। দু’এক দিনের মধ্যেই জোটগতভাবে একক প্রার্থী দেওয়ার বিষয় চুড়ান্ত করবেন জোটের নেতারা।