রবিবার, ১৩ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ

রবিবার, ১৩ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ রবিবার, ১৩ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৬ হিজরি

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন প্রদানের জন্য ৬১তম তারিখ ধার্য!

প্রভাতী ডেস্ক: চাঞ্চল্যকর হত্যাকান্ড সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন মেলেনি গতকাল রবিবারও। ফলে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আবারো নতুন তারিখ ধার্য করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বছর ২০১৯ সালের ১৫ জানুয়ারি। এ নিয়ে ৬১ বার নতুন তারিখ ধার্য করা হলো।

বর্তমানে সাগর-রুনি হত্যা মামলার তদন্ত করছে র্যাব। গতকাল ছিল সর্বশেষ ধার্য তারিখ। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হওয়ায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোরশেদ আলম ভুঁইয়া আবারও নতুন তারিখ দেন।

উল্লেখ্য,২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সারোয়ার ওরফে সাগর সারওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন নাহার ওরফে মেহেরুন রুনি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন।

চাঞ্চল্যকর এ হত্যার পর  নিহত রুনির ভাই নওশের আলম রোমান রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। শেরেবাংলা নগর থানা পুলিশ প্রথমে মামলাটি তদন্ত করে। চার দিনে কোনো রহস্য উদঘাটন করতে না পারায় মামলার তদন্তভার মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

দুই মাসেরও বেশি সময় তদন্ত করে ডিবি পুলিশ। কিন্তু তারাও রহস্য উদঘাটনে ব্যর্থ হয়। পরে হাইকোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ এপ্রিল  র্যাব তদন্তভার নেয়। গত ছয় বছরেও র্যাব তদন্ত প্রতিবেদন দিতে পারেনি। এমনকি এই হত্যাকাণ্ডের কোনো রহস্যই উদঘাটন করতে পারেনি।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print