Search

শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ

শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৭ হিজরি

বাঁশখালীতে আবু তাহের জিহাদী ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে খৎনা ও চিকিৎসা সেবা

৪০ জনকে খৎনা, ২৬০ জনকে চিকিৎসা এবং ২০০ জনের ডায়াবেটিস পরীক্ষা

চট্টগ্রামের বাঁশখালী থানাধীন পুকুরিয়ার বাসিন্দা বিশিষ্ট ব্যাংকার মরহুম আবু তাহের জিহাদীর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আবু তাহের জিহাদী ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (২০ সেপ্টেম্বর) ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল ৯টায় শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে এই চিকিৎসা কার্যক্রম।

দক্ষিণ হাজীগাঁও উত্তর বৈলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধনে জামায়াত ইসলামী পুকুরিয়া ইউনিয়ন শাখার সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম -১৬ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত ইসলামীর এসিস্ট্যান্ট-সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যান ফেডারেশনের এসিস্ট্যান্ট সেক্রেটারি আসাদ উল্লাহ আদিল, শ্রমিক কল্যান ফেডারেশন চট্টগ্রাম মহানগরের কার্যকরী সদস্য ও বাকলিয়া থানা শাখার সভাপতি আজিজুল হক, ১নং পুকুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূরুল আমিন সিকদার, শ্রমিক কল্যান ফেডারেশন বাঁশখালী উপজেলা শাখার সভাপতি মাওলানা জুবায়ের আহমদ।

চট্টগ্রাম থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসক টিমের সদস্যরা হলেন- নিরোমেডিসিন বিশেষজ্ঞ ডা: লোকমান হোসেন, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা: মোহাম্মদ ইসমাইল, সার্জারী বিশেষজ্ঞ ডা: মুহাম্মদ আফনান চৌধুরী, সার্জারী বিশেষজ্ঞ ডা: মীম আয়াত উল্লাহ, মেডিসিন বিশেষজ্ঞ ডা: মাহমুদুল হাসান, ডা: এম.এন কাইছার, ডা: এস.কে রুবেল, ডা: মো: আরিফ, ডা: জি এম রাশেদ চৌধুরী, ডা: বদিউল আলম, ডা: মানিক।

বিনামূল্যের এই ক্যাম্পে ৪০ জনকে খৎনা, ২৬০ জনকে চিকিৎসা এবং ২০০ জনের ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এসময় সবাইকে বিনামূল্যে ঔষধও প্রদান করা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এই উদ্যোগটি অত্যান্ত প্রশংসার দাবিদার। গ্রামে এমন অনেক অসহায় লোক আছে যারা শহরে গিয়ে ডাক্তার দেখানোর কোন সুযোগ হয় না। জিহাদী ফাউন্ডেশনের উদ্যোগে শহরের অভিজ্ঞ ডাক্তাররা গ্রামের অসহায় রোগীদের পাশে দাঁড়িয়েছেন সেটার জন্য ধন্যবাদ জানিয়ে ৩-৪ মাস অন্তর এই ধরনের কর্মসূচী হাতে নেওয়ার অনুরোধ জানান তিনি।

ফাউন্ডেশনের চেয়ারম্যান, তরুণ সমাজসেবক ও চিকিৎসক তৌহিদুল ইসলাম সাঈদী বলেন, তার বাবা মরহুম আবু তাহের জিহাদী আজীবন মানব সেবায় কাজ করে গেছেন। এলাকার মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকতেন। তাঁর মানবিক কাজগুলোর ধারাবাহিকতা ধরে রাখার জন্য ২০২৪ সালে প্রতিষ্ঠা করা হয় আবু তাহের জিহাদী ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য হলো শিক্ষা, স্বাস্থ্য ও মানবসেবায় কাজ করে যাওয়া। আগামীতে শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নে বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। এক্ষেত্রে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এসময় তিনি আরো বলেন, এই সেবামূলক কাজ করতে গিয়েও অনেক ধরনের বাঁধার সম্মুখীন হতে হচ্ছে। অনেকেই করে যাচ্ছেন ষড়যন্ত্র। এই কর্মসূচী বাস্তবায়ন না হওয়ার একটি কুচক্রী মহল বিভিন্ন অপপ্রচার চালিয়েও ব্যর্থ হয়েছেন। এই মহলের ব্যাপারে সবাইকে সজাগ থাকার অনুরোধ জানান তিনি।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print